- মাঠ হোক বা মাঠের বাইরে তাদের লড়াই এইযুগের ও বেশি সময় ধরে।তবে এবার বেরিয়ে আসলো আসল কথা।
- ফুটবলে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল । কখনও কেউ কাউকে ছেড়ে কথা বলেন না মাঠের খেলায়। তবে মাঠের বাইরে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে বন্ধুবৎসল ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক লিক্ষ্য করা যায় সবসময়ই।
যেতার প্রমান আরও একবার দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও দ্য ফেনোমেনন। মাঠে বা টিভিতে কার খেলা দেখতে ভালো লাগে? এই প্রশ্নের উত্তরে রোনালদো নাজারিও দ্য ফেনোমেনন এক বাক্যে বলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির নাম।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, তিনি মেসির খেলা দেখতে বেশি ভালোবাসেন এবং অবশ্যই মেসি এক নম্বর ফুটবলার। মেসির মত রমন প্রতিভা পেতে সবাইকে অন্তত ২০ থেকে ৩০ বছর অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলে , আমি (রোনালদো) মোহামেদ সালাহ, এডেন হ্যাজার্ড, নেইমারদের খেলাও পছন্দ করি। তবে সবার প্রথমে মেসি।
তিনি আরও বলে , আমি (রোনালদো) মোহামেদ সালাহ, এডেন হ্যাজার্ড, নেইমারদের খেলাও পছন্দ করি। তবে সবার প্রথমে মেসি।
এসময় প্রসঙ্গ
আসে ফরাসি তরুণ সুপারস্টার কাইলিয়ান এমবাপের ব্যাপারে। রোনালদো মাত্র ২১ বছর বয়স হওয়ার আগেই সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি অর জিতেছিলেন। এবং এমবাপেও মাত্র ২১ বছরের মধ্যে মাতাচ্ছেন ফুটবল বিশ্ব।
ফলে অনেকেই রোনালদোর ছায়া খুজে পায় এমবাপের মাঝে। এমবাপের ব্রাজিলিয়ান কিংবদন্তির মন্তব্য, ‘অনেকেই বলে এমবাপে রোনালদর মতো। তার গতি অসাধারণ,দারুণ ফিনিশিং দক্ষতা এবং ম্যুভমেন্টগুলো বিশ্বমানের। দুই পায়েই সমান খেলতে পারে এমবাপে।
আমার এবং এমবাপের মধ্যে অনেক মিল আছে। তবে আমি ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের তুলনা পছন্দ করি না। কারণ দুই সময়ের পরিস্থিতি দুই রকম।’
আমার এবং এমবাপের মধ্যে অনেক মিল আছে। তবে আমি ভিন্ন প্রজন্মের খেলোয়াড়দের তুলনা পছন্দ করি না। কারণ দুই সময়ের পরিস্থিতি দুই রকম।’
লা লিগায় দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুটোতেই খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো। লা লিগার সাথে ইংলিশ প্রিমিয়ার লিগের তুলনামূলক মূল্যায়নে তিনি বলেন, এটা নিশ্চিত নয় যে প্রিমিয়ার লিগ লা লিগার ভালো। হ্যাঁ টেলিভিশন স্বত্ত থেকে আয় বেশি। তবে স্পেনের লিগেই বেশিরভাগ সেরা খেলোয়াড়রা খেলছে।’
I love Ronaldo :3
ReplyDeleteMy favorite player ronaldo
ReplyDeletevery nice article
ReplyDeleteplease visit my blog
https://kidscricketcoaching.blogspot.com/2020/06/episode-17-square-cut-01062020.html