Date:7/06/2020/Bangladesh Covid-19 result
গত ২৪ ঘন্টায় ১২৮৪২ টি নমুনা সংগ্রহ (৫২ টি ল্যাব) এবং ১৩১৩৬ টি পরিক্ষার পর নতুন করে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেনঃ ২৭৪৩ জন। (২১.১৪%%)
মৃত্যুবরণ করেছেনঃ ৪২ জন।
পুরুষ - ৩৫ জন, নারী- ৭ জন।
ঢাকা বিভাগ- ২৭ জন, চট্টগ্রাম বিভাগ- ৮ জন, রাজশাহী বিভাগ- ০ জন, বরিশাল বিভাগ- ০ জন, সিলেট বিভাগ- ২ জন, ময়মনসিংহ বিভাগ- ১ জন, খুলনা বিভাগ- ২ জন, রংপুর বিভাগ- ২ জন।
৯১-১০০ বয়সের- ১ জন।
৮১- ৯০ বয়সের- ০ জন।
৭১-৮০ বয়সের - ৩ জন।
৬১-৭০ বয়সের- ১৪ জন।
৫১-৬০ বয়সের- ৭ জন।
৪১-৫০ বয়সের- ৯ জন।
৩১-৪০ বয়সের- ৭ জন।
২১-৩০ বয়সের- ১ জন।
১১-২০ বয়সের- ০ জন।
১০ বছরের নীচে- ০ জন।
সুস্থ হয়েছেনঃ ৫৭৮ জন। (২১.১৪%)
আইসোলেশনে আছেনঃ ৪৬৭ জন।
সর্বমোটঃ
পরিক্ষাঃ ৩৯৭৯৮৭ টি।
আক্রান্তঃ ৬৫৭৬৯ জন।
আইসোলেশনেঃ ৭৩৯৯ জন।
মৃত্যুবরণ করেছেনঃ ৮৮৮ জন।
সুস্থ হয়েছেনঃ ১৩৯০৩ জন।
- স্বাস্থ্য অধিদপ্তর।
0 Comments: